চুরির ঘটনা নতুন কিছু নয় রাজ্যে। পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই প্রায় প্রতিদিন রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় হাত সাফাই করে চলেছে চোর চক্র। বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত চোর চক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না। আর এই চুরির অভিযোগে পুলিশ মাঝেমধ্যে অভিযানে নেমে সাফল্য পেলেও তা যেন সিন্ধুতে বিন্দু। দিন দিন যেভাবে চুরির ঘটনা বাড়ছে তাতে করে স্বাভাবিকভাবেই আতঙ্কে রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ। এর মধ্যেই শহরের বুকে ফের আরো একবার চুরির ঘটনা। যদিও এবার চোর উদ্দেশ্য সাধন করতে ব্যর্থ। উল্টো স্থানীয়দের হাতে গণধোলাই খেয়ে পুলিশের হাতে ধরা পরল কুখ্যাত এক চোর। গভীর রাতে পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে পরিবারের লোকদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে গাড়ির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পরল এই চোর। ঘটনা শুক্রবার রাতে রাজধানী আগরতলার বনমালীপুর জোড়া পুকুর এলাকায় আইনজীবী হিমাংশু দেবের বাড়িতে। পরিবারের লোকজন বহির রাজ্যে থাকায় এদিন চোর বাড়িতে প্রবেশ করে গাড়ির যন্ত্রাংশ চুরি করার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা এগিয়ে এসে আটক করে এই চোরকে। পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেয়। তবে এদিন পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা। জনবহুল এলাকায় দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে এখন অজানা আতঙ্ক বিরাজ করছে।