Tuesday, September 16, 2025
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার

মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটার

রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত দিয়ে পথ চলা শুরু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে অপারেশন থিয়েটার। পূরন হল তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘ বছরের দাবী। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ও টি চালু করার জন্য দীর্ঘদিন যাবত দাবী উঠেছিল। দাবীকে মান্যতা দিয়ে বিধায়িকা কল্যানী রায় কথা দিয়েছিলেন যতদ্রুত সম্ভব তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করার ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী চেষ্টাও চালিয়েছেন। তারই ফল সরুপ বৃহস্পতিবার রজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা হাত ধরে  তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চালু হল অপারেশন থিয়েটার.। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  ডঃ  মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন  চল্লিশ লক্ষ টাকা খরচ করে এই হাসপাতালে অপারেশন থিয়েটার করা হয়েছে। পাশাপাশি এখানে শুধু গাইনোকলজি সিজারিয়ান অপারেশনই নয় লেপ্রোস্কপিক লাইগেশন মেশিনেরও  ব্যবস্থাও এখানে করা হয়েছে। যার জন্য অতিরিক্ত ২০ লক্ষ টাকা খরচ করা হয়েছে। মোট ৬০ লক্ষ টাকা খরচ করা হয়েছে। তবে এর পাশাপাশি তিনি এদিন বলেন প্রধানমন্ত্রী সব সময় তৃনমূল স্তরে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছানুর জন্য বলেন। সে লক্ষ্যে এদিন কল্যাণপুরে ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন করা হয়। এদিন তিনি বলেন রাজ্যের ৫৮ টি ব্লকের মধ্যে বর্তমানে রাজ্য সরকার স্থির করেছে ১৮ টি ব্লকে এই ব্লক পাবলিক হেলথ ইউনিট স্থাপন করবে। আর এই ব্লক পাবলিক হেলথ ইউনিট গুলোতে অত্যাধুনিক রোগ নির্ণয়ের যন্ত্রপাতি মেশিন থাকবে। কল্যাণপুরেও এদিন এই ধরনের পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন করেন তিনি।  এতে করে আয়ুষ্মান হেলথ সেন্টার গুলোর অনেক সুবিধা হবে বলে জানান তিনি।এদিনের এই উদ্ভোদনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়,বিধায়ক পিনাকী দাস চৌধুরী । এছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের  চেয়ারম্যান রূপক সরকার, ডাঃ দেবাশীষ বসু, আইএএস স্বাস্থ্যের প্রধান সচিব,  ত্রিপুরা সরকা,  ডাঃ সুপ্রিয় মল্লিক, স্বাস্থ্য পরিষেবার ত্রিপুরা সরকার, চাঁদনি চন্দ্রন, আইএএস ডিএম ও কালেক্টর, খোয়াই জেলা,  ডাঃ নির্মল সরকার, সিএমও, খোয়াই জেলা। অভিজিৎ চক্রবর্তী, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তেলিয়ামুড়া সহ অন্যান্যরা।  আলোচনা শেষে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা   সহ অন্যান্যরা অপারেশন থিয়েটারটি ঘুরে দেখেন। প্রসঙ্গত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল এখন সম্পুর্ন ভাবে প্রস্তুত অপারেশন থিয়েটার চালু করার জন্য। অত্যাধুনিক মেশিনারি দিয়ে তৈরী করা হয়েছে  এই অপারেশন থিয়েটার। এখন থেকে সিজারিয়ান অপারেশনের জন্য তেলিয়ামুড়া মহকুমার মানুষকে আর  আগরতলা বা অন্য কোথাও যেতে হবেনা। এছাড়াও ছোট মাঝারি অপারেশন এখানেই করা যাবে। তিনি উনার আলোচনায় এই অপারেশন থিয়েটার চালু করার ব্যাপারে বিধায়িকা কল্যানী রায় এর প্রশংসা করেন।   এই অপারেশন থিয়েটার উদ্বোধন হওয়ায় তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘ বছরের দাবী পুরণ হল এদিন। এতে গোটা তেলিয়ামুড়ায় খুশির বাতাবরণ ছড়িয়ে পরে।  

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য