জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনেই পথ চলা শুরু হয়েছিল ভারতীয় বিদ্যাভবন পরিচালিত ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের। দেখতে দেখতে এই প্রতিষ্ঠানটি ২৪টি বসন্ত অতিক্রম করে এবছর ২৫ বছরে পা রাখল। তাই ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের প্রতিষ্ঠা দিবস ও গান্ধী জয়ন্তী উপলক্ষে সোমবার আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। একই সাথে এদিন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শিলান্যাস হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন বিভাগের কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর দিক নির্দেশনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্যের সরকার।