পিএম কেয়ারস ফর চিলড্রেন-এর অধীনে রেজিস্ট্রেশন 31 ডিসেম্বর, 2021-এর পরিবর্তে 28 ফেব্রুয়ারি, 2022 পর্যন্ত বাড়ানো হয়েছে। আরও বিশদ বিবরণ পোর্টালে pmcaresforchildren-এ ব্রাউজ করা যেতে পারে। ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে এটি জানানো হয়েছে।