Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যআবারও চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালের বিরুদ্ধে

আবারও চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালের বিরুদ্ধে

রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবিতে আবারো চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর। এবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ১৭ বছরের এক নাবালকের। মৃত নাবালকের নাম রোহিত দাস। বাড়ি সিধাই মোহনপুরের বিজয়নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোহিত প্রথমে মোহনপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, তার শারীরিক অবস্থা খানিকটা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। গত দুদিন ধরেই জিবি হাসপাতালের আই সি ইউ তে চলছিল তার চিকিৎসা। গতরাতে রোহিত শারীরিক অসুস্থতা থেকে নার্সের সাথে অবভ্য আচরণ করে বলে অভিযোগ। এরপরেই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা কোন কিছু না জানিয়ে রোহিতের পরিবারেথ লোকদের কাছ থেকে সই দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। শেষ পর্যন্ত সোমবার দুপুরে বাধ্য হয়ে রোহিতের ভাই স্বাস্থ্য কর্মীদের চাপের কাছে নতি শিকার হয়ে সই দেওয়ার কিছুক্ষণ বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রোহিত। যা কিছুতেই মেনে নিতে পারেনি রোহিতের পরিবার। এনিয়ে চরম উত্ত্যক্ত তৈরি হয় হাসপাতাল চত্বরে। রুহিতের পরিবারের অভিযোগ শুধুমাত্র চিকিৎসার অভাবেই অকালে মৃত্যু হল রোহিতের।এর জন্য সরাসরি দায়ী চিকিৎসক থেকে শুরু করে সেবিকারা। চাঞ্চল্যকর এই অভিযোগকে ঘিরে স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে জিবি হাসপাতাল চত্বর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য