Friday, March 14, 2025
বাড়িখবররাজ্যনেশার গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার্থে ময়দানের নামছে বামপন্থী দুই যুব সংগঠন...

নেশার গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার্থে ময়দানের নামছে বামপন্থী দুই যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ

রাজ্যে যেভাবে যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে তাতে উদ্বিগ্ন সচেতন মহল। একদিকে কাজের অভাব এবং অন্যদিকে নেশার বারবারন্ত দিশাহারা এখন যুবসমাজ। তাই যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে সচেতন করে তোলার জন্য এবার রাস্তায় নামতে চলেছে বামপন্থী দুই যুব সংগঠন ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ।ছয় দফা দাবিকে সামনে রেখে এই দুটি সংগঠন রাজ্যের তিনটি জায়গায় যুব সমাবেশ সংঘটিত করার সিদ্ধান্ত নেয়। আগামী ১৫ সেপ্টেম্বর বিলোনিয়ায়, ২৩ সেপ্টেম্বর কুমারঘাট ও ২৯ সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে এই যুব জমায়েত। যুব জমায়েতকে এবং নেশার বিরুদ্ধে লড়াই সংগ্রামকে আরো তেজি করে তুলতে রাজ্যের সচেতন নাগরিকদের কাছ থেকে আর্থিক সহায়তা চাইলো দুটি সংগঠনের কর্মকর্তারা। যুব জমায়েতকে আর্থিক দিক দিয়ে সহায়তা করার জন্য ডিজিটাল পদ্ধতি কিউআর কোড চালু করল সংগঠন। বৃহস্পতিবার আগরতলায় ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কিউআর কোড এর আনুষ্ঠানিক সূচনা করলেন ডি ওয়াই এফ আই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। এদিন সাংবাদিক সম্মেলনে যুবনেতা শ্রী ভট্টাচার্য এই কিউআর কোড এর আনুষ্ঠানিক সূচনা করে বলেন, সারা দেশের সাথে ত্রিপুরাতেও বেকারত্বের হার বাড়ছে। সম্প্রতি দিল্লিতে জি ২০ উপলক্ষে চার হাজার কোটি টাকা ব্যয় করে দিল্লিকে আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। আর সেখান থেকেই দেশের বেকারদের জ্বালা শুরু হয়ে গেছে। এর বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়াই করছে। কিন্তু এই লড়াইটা অনেক সময় অসম্য হয়ে যাচ্ছে অর্থনৈতিক কারণে। কারণ যাদের বিরুদ্ধে লড়াই তাদের কাছে টাকার পাহাড়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য