Monday, December 23, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের চেয়ারে বিমলেন্দু বিকাশ দাস বসার পর থেকেই...

তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের চেয়ারে বিমলেন্দু বিকাশ দাস বসার পর থেকেই তলানিতে গিয়ে ঠেকেছে বিদ্যুৎ পরিষেবা

বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে ভোগান্তিতে জনগণ। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের চেয়ারে বিমলেন্দু বিকাশ দাস বসার পর থেকেই তলানিতে গিয়ে ঠেকেছে তেলিয়ামুড়ার বিদ্যুৎ পরিষেবা। যদিও বিভিন্ন জায়গায় নিগমের তরফ থেকে দাবি করা হয় বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুন্ন রাখার জন্য নিগম কর্মীদের তৎপরতায় কোন ঘাটতি নেই। কিন্তু এরপরও বিদ্যুৎ দপ্তরের একাংশ কর্মী বাবুদের বদান্যতায় চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করছে মোটা টাকার বেতন পেলেও নিগম কর্মীদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড কোনভাবেই কমছে না, উল্টো দিনের পর দিন একাংশ নিগম কর্তাদের দৌলতে নাজেহাল হতে হচ্ছে সাধারন দের। এরকমই এক ঘটনায় আরো একবার সংবাদ শিরোনামে তেলিয়ামুড়ার বিদ্যুৎ পরিষেবা সহ সিনিয়র ম্যানেজারের ভূমিকা।ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দিনভর স্থানীয় বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েত সহ সন্নিহিত এলাকায় বিদ্যুৎ সমস্যা তীব্র আকার ধারণ করলে, এলাকার মানুষ নিরন্তর ভাবে নিগম অফিসের ল্যান্ড লাইনে ফোন করতে থাকে। কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে ল্যান্ড লাইনে ফোন বেজে চললেও কোন কর্মী ফোন রিসিভ করেননি বলে অভিযোগ। এরপর সার্বিক চিন্তা করে দু’এক জন শুভবুদ্ধি সম্পন্ন যুবক ছুটে আসেন তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের কার্যালয়ে। কিন্তু তারা এসে দেখতে পান গোটা কার্যালয় ফাঁকা রয়েছে, ল্যান্ড লাইনে মানুষ বিভিন্ন প্রকারের আপদকালীন সময়ে ফোন করে থাকেন, কিন্তু এই ফোন রিসিভ করার মতো কোনো কর্মী পর্যন্ত নেই। তখন সচেতন এলাকাবাসী গোটা বিষয় নিয়ে সিনিয়র ম্যানেজারকে ফোন করে ঘটনা সম্পর্কে অবগত করার চেষ্টা করলে উল্টো সিনিয়ার ম্যানেজার সাহেব ওই ব্যাক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ ছাপার অযোগ্য বিভিন্ন ভাষা ব্যাবহার করেন বলে অভিযোগ এবং গোটা কথোপকথন সচেতন এলাকাবাসী নিজের মোবাইল ফোনে ধারণ করে রাখেন, শুধু তাই না সরাসরি সিনিয়র ম্যানেজার’কে সংশ্লিষ্ট ব্যাক্তি ল্যান্ড ফোন বাজিয়ে ফোনের রিংটোন শুনিয়ে বুঝিয়েও দিয়েছেন গোটা অফিস চত্বর ফাঁকা রয়েছে। কিন্তু আশ্চর্যের হলেও সত্যিই সংশ্লিষ্ট বিষয়ে তদন্তক্রমে ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার বদলে নিগমের উচ্চ পদে অধিষ্ঠিত সিনিয়র ম্যানেজার সাহেব গোটা ঘটনাকেই এক প্রকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন নোংরা ভাবে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা জুড়ে ব্যাপক অসন্তোষ দেখা দিতে শুরু করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, সিনিয়র ম্যানেজার বাবুর নেতৃত্বে তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমে চলছে চরম খামখেয়ালিপনা, যে যার মত আসে যায়। সামগ্রিক বিদ্যুৎ পরিষেবা এই মুহূর্তে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এখন দেখার বিষয় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দপ্তর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে কিনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য