ধলাই জেলার শিববাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে গত ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন । তাছাড়াও এদিন রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে জেলার মধুমঙ্গল উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও কুসুম দেববর্মা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ ছাত্রছাত্রী ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন । এই কর্মসূচিতে ছাত্রছাত্রী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে । **