Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই চা বাগান এলাকা থেকে বহি রাজের নাম্বার প্লেইট সহ একটি গাড়ি...

খোয়াই চা বাগান এলাকা থেকে বহি রাজের নাম্বার প্লেইট সহ একটি গাড়ি থেকে গাজা উদ্ধার

খোয়াই প্রতিনিধি ৩১ শে আগস্ট….গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ খোয়াই থানার পুলিশ খোয়াই চা বাগান এলাকা থেকে একটি হোন্ডা সিটি TRO1 B G0687 এই নম্বরের গাড়িটি থেকে 79 প্যাকেটে ৫০ কেজি শুকনো গাজ উদ্ধার করে।এই অভিযানে নেতৃত্ব দেন মহকুমার পুলিশ আধিকারিক প্রসন কান্তি মজুমদার ও খোয়াই থানার ওসি সুবীর মালাক।এই বিষয়ে পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার বলেন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে একটি খবর আসে যে খোয়াই থানাধীন পহর মুড়া এলাকার চা বাগানে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাতে গাজা রয়েছে ।সেই মোতাবেক খোয়াই থানার পুলিশ পুলিশ আধিকারিক প্রসন কান্তি মজুমদার এবং ওসি সুবীর মালাক গাড়িটিকে চা বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় খুঁজে পায় এবং গাড়িটিতে তল্লাশি করলে চার-পাঁচটি গোপন কক্ষের মধ্য থেকে পঞ্চাশ কেজি শুকনো গাজা উদ্ধার করে ।এছাড়া গাড়ির মধ্যে চারটি নাম্বার প্লেইট উদ্ধার করে যার মধ্যে ত্রিপুরা রাজ্যের দুটি নাম্বার প্লেট একটি আসামের ও একটি ওয়েস্ট বেঙ্গলের ।তবে গাড়ি চালক পলাতক পুলিশ অধিকারী প্রসন কান্তি মজুমদার বলেন গাড়িটির ইঞ্জিন চেসিস নাম্বার দিয়ে মালিককে খোঁজ করা হচ্ছে পাশাপাশি গাড়ি চালক নাটক করা হবে বলে জানান । এ বিষয়ে পুলিশ আরো তদন্ত করছে এবং গাড়িটিকে খোয়াই থানায় নিয়ে আসা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য