বুধবার বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ ১৬ দফা দাবিতে রাজধানীর রাজপথ কাঁপিয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নিকট গন ডেপুটেশনে মিলিত হয়েছেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, কাজ, খাদ্য, ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বাহাল, বোনাস এক্স গ্রেসিয়া ও শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করা। এদিন সংবাদমাধ্যমকে সিআইটিইউ নেতা শংকর প্রসাদ দত্ত জানান শ্রমজীবী মানুষের যে আকুতি যে মিনতি তা রাজ্য সরকারের কানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই গন ডেপুটেশন এবং শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার্থে মুখ্যমন্ত্রী নিকট ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি হাতে নেওয়া কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচনী কাজে ব্যস্ত হওয়ার কারণে পরবর্তী সময়ে তাদের পর্যাপ্ত সময় দেওয়া হবে বলে জানিয়েছেন। তাছাড়া শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার্থে রাজ্য সরকারকে চেতাবলী দেওয়ার লক্ষ্যেও এই গণ ডেপুটেশন কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।