Sunday, August 3, 2025
বাড়িখবরদেশ-বিদেশবিদ্যুৎ নিতে গেলে জুড়তে হবে আধার কার্ড

বিদ্যুৎ নিতে গেলে জুড়তে হবে আধার কার্ড

বাড়িতে বিদ্যুৎ নিতে গেলে বিলের সঙ্গে জুড়তে হবে আধার কার্ড। অন্যথায় পাবেন না বিদ্যুতের সংযোগ। সম্প্রতি এমনই এক পরিকল্পনার কথা ভাবছে বিদ্যুৎ নিগম। রাজ্য সরকারের কাছে এই মর্মে আবেদনেও জানিয়েছে তারা।   ঘটনার সূত্রপাত, তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের একটি আবেদনকে ঘিরে। যেখানে  নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আধার কার্ড লিঙ্ক করার কথা বলেছে কর্পোরেশন। এই প্রসঙ্গে রাজ্য সরকারের কাছে সরকারি নির্দেশের আবেদন জানিয়েছে নিগম।অফিসারদের মতে, সরকার নিগমের এই সিদ্ধান্তে সবুজ সংকেত দিলে অনেক ভুয়ো কারবার রোখা যাবে। নিগমের দাবি, অনেক ক্ষেত্রে, এক বাড়িতে একাধিক বিদ্যুৎ সংযোগ করে নিয়ে ভর্তুকির দাবি করে গ্রাহকরা। একবার বিদ্যুতের বিলের সঙ্গে আধার সংযোগ হয়ে গেলে এই চুরি আটকানো যাবে। সেই ক্ষেত্রে নতুন বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য আধার লিঙ্ক বাধ্যতামূলক করতে হবে গ্রাহককে।  আধিকারিকরা আশা করছেন, রাজ্য সরকার বিদ্যুৎ গ্রাহক নম্বর আধার নম্বরের সাথে লিঙ্ক করার নীতিগত সিদ্ধান্ত নেবে। সংবাদ সংস্থা -কে -র সূত্র জানিয়েছে, তারা ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছে। কিন্তু তামিলনাড়ু বিদ্যুৎ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনও ছাড়পত্র পায়নি কর্পোরেশন।আধিকারিকদের মতে, আধারকে বিদ্যুতের বিলের সঙ্গে জুড়ে দিলে ভর্তুকির প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। সেই ক্ষেত্রে আধার নম্বর বিলের সঙ্গে যুক্ত থাকায় সহজেই ন্যায্য দাবিদার ধরা যাবে। বর্তমানে তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্পোরেশন বিদ্যুৎ ভর্তুকি বাবদ বছরে প্রায় ৩৫০০ কোটি টাকা ব্যয় করে। আগামী দিনে এই বিলের পরিমাণও কমানো যাবে।যাতে উপকৃত হবে সবাই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য