Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যবর্তমান বিজেপি সরকার দেশের ২৩ কোটি লোককে দারিদ্র সীমার নীচে ঠেলে দিয়েছে...

বর্তমান বিজেপি সরকার দেশের ২৩ কোটি লোককে দারিদ্র সীমার নীচে ঠেলে দিয়েছে – সুদীপ

অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার সাধারণ সভা অনুষ্ঠিত হয় । এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। এ দিন বিধায়ক সুদিপ রায় বর্মণ অভিযোগ করেন যে শ্রমজিবি মানুষ, কৃষি জিবি মানুষ, গরীব অংশের মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে। তার অভিযোগ বাজারে টাকা নেই। এর কারন হিসেবে তিনি শাসক দলকে আক্রমণ করে বলেন এই সরকার কর্পোরেটদের সরকার। বর্তমান সরকার ভারতীয় জনতা পার্টির সরকার বড় লোকদের সরকার। গরীব শ্রমজীবী, মেহনতি মানুষের কথা তারা মাথায় রাখে না। গরীবকে আরও গরীবের দিকে ঠেলে দিচ্ছে। এদিন সুদিপ বাবু বলেন ডঃ মনমোহন সিংয়ের সময় অর্থাৎ ইউ পি এ টু সরকারের সময় দেশের ২৭ কোটি লোককে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দারিদ্র সীমার নীচে থেকে উপরে টেনে তোলা হয়েছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকারের সারে ৯ বছরের রাজত্ব কালে দেশের ২৩ কোটি লোককে নতুন করে দারিদ্র সীমার নীচে ঠেলে দেওয়া হয়েছে। এটাই কংগ্রেস এবং বিজেপি’র কাজ করার নমুনা।এদিন তিনি অসংগঠিত শ্রমিকদের এই আয়োজনকে ধন্যবাদ জানান। তাদের মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের জনগণের কাছে দলের ভাবধারা পৌঁছে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য