Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যসারা দেশের সাথে রাজ্যেও অনুষ্ঠিত হল স্বাবলম্বী ভারত অভিযান

সারা দেশের সাথে রাজ্যেও অনুষ্ঠিত হল স্বাবলম্বী ভারত অভিযান

সারা দেশে স্বাবলম্বী ভারত অভিযান চলছে। এর মুল উদ্দেশ্য হল চাকরি করা নয় বরং চাকরি প্রদান কারি হিসেবে নিজেকে তৈরি করা। স্বাবলম্বী এবং স্বরোজগারী হওয়া। এই উদ্দেশ্যে যুবাদের নিয়ে যুবাদের কাছে এই বার্তাই প্রদান করা এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্যে। এই রেলি একটি সচেতনতামূলক রেলি। যুবাদের জাগ্রত করাই এর মুল লক্ষ্য। প্রত্যেক যুবরা নিজেদের লেখা পড়ার সাথে সাথে কোন না কোন স্বরোজগারের পথ যাতে বেছে নেয় এবং নিজের সাথে সাথে তার মিত্ররাও স্বরোজগারি হয় এবং ত্রিপুরার বিকাশ হয়। এই রেলির মাধ্যমে এই ধরনের বার্তা প্রদান করাই এর অন্যতম লক্ষ্য। স্বদেশী জাগরণ মঞ্চ ,অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মিলিত ভাবে আয়োজিত রেলি তথা কর্মসূচিতে অংশ গ্রহণ করে এ কথা বলেন স্বদেশি জাগরণ মঞ্চের উত্তর পূর্ব প্রমুখ কার্যকরতা দিপক শর্মা। এই রেলিতে এদিন সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রী এবং যুবারা অংশগ্রহণ করেন। এতে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ গঙ্গা প্রসাদ প্রসেইন সহ অধ্যাপক অধ্যাপিকা এবং বিভিন্ন কার্যকরতারাও। শুক্রবার এই সচেতনতা রেলিটি আগরতলার রবীন্দ্র ভবন প্রাংগন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নজরুল কলাক্ষেত্রে গিয়ে এক সভায় মিলিত হয়। সেখানে এদিন একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন অতিথিরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য