রাজ্যে গত কয়েকদিন ধরেই পেঁয়াজের দাম অনেকটা আকাশছোঁয়া।বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে এখন চোখে জল আসছে অনেক ক্রেতারই। তাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। খুচরো বাজারে পেঁয়াজের এই দাম প্রতিরোধ করে সাধারণের আয়ত্তে আনতে প্রতিনিয়তই চলছে সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে অভিযান। বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকরা রাজধানী আগরতলার বটতলা,লেইক চৌমুনি, দুর্গা চৌমনি বাজারসহ বেশ কয়েকটি বাজারে অভিযান চালায়। অভিযান কালে বিভিন্ন দোকানে পেঁয়াজের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা। বটতলা একটি দোকানে পেঁয়াজের দাম অস্বাভাবিক হওয়ায় এবং ওজন মাপার যন্ত্রে গরমিল থাকায় তৎক্ষণাৎ দোকান মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন প্রশাসনিক দলের সদস্যরা। প্রশাসনিকভাবে এধরনের অভিযান ধারাবাহিকভাবে চললেও পেঁয়াজের মূল্য কিন্তু নিয়ন্ত্রণে নেই। যদিও প্রশাসনিক আধিকারিকদের দাবি এধরনের অভিযান অব্যাহত থাকবে আগামী দিনেও।