সোমবার পরিবহন ভবনে ত্রিপুরার ট্রাফিক পুলিশের পুলিশ সুপার ও পরিবহন কমিশনার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ই রিক্সা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক খোকন ঘোষ জানান সমাধানের সূত্র বের হয়েছে। ই রিক্সা কিংবা টমটম চালকরা কামান চৌমুনী থেকে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত এইচ জি বি রোডে অফিস আওয়ারে ই রিসকা নিয়ে চলাচল করবেন না এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭:৩০টা অব্দি এই রোডে ই রিস্কা চলাচল বন্ধ রাখবেন বলে সম্মত হয়েছেন। অন্য সময় যথারীতি এই রোড দিয়ে ই রিক্সা তারা চালাতে পারবেন বলে এদিন সংবাদ মাধ্যমে জানান তিনি। ই রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে পরিবহন দপ্তরে এই আলোচনা সভায় এদিন উপস্থিত ছিলেন ট্রাফিক এস পি মানিক দাস, জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার, সদর ডি সি এম ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।