Tuesday, December 3, 2024
বাড়িখবররাজ্যজি বি হাসপাতালের জয়ন্তী ব্লকে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা...

জি বি হাসপাতালের জয়ন্তী ব্লকে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে – জানান জি বি হাসপাতাল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী

ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসার জন্য আগরতলার জি বি হাসপাতালে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। জি বি হাসপাতালের জয়ন্তী ব্লকে তাদের জন্য বিশেষ ভাবে চিকিৎসা করা হচ্ছে। এই ব্যাপারে ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সাথে হাসপাতাল কর্তিপক্ষ ডেঙ্গু সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি বৈঠকও সেরে নিয়েছেন। সে অনুযায়ী প্রথমে সিদ্ধান্তক্রমে ডেঙ্গু আক্রান্তদের মেডিসিন, গাইনো, পেডিট্রিয়াট্রিক্স বিভাগে রেখে চিকিৎসা করা হচ্ছিল। পরবর্তী সময় তাদেরকে পৃথক ভাবে হাসপাতালের জয়ন্তী ব্লকে রেখে চিকিৎসা করা হচ্ছে। বৃহস্পতিবার আগরতলা জি বি হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে অবগত করেন হাসপাতাল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী। তিনি এদিন জানান এখন পর্যন্ত জিবিতে ৫০ জনের উপর রোগী এসেছে। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত জিবিতে চিকিৎসা চলছে ৩২ জনের। হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের অবস্থা ভাল রয়েছে। অনেকেই ভাল হয়ে বাড়ি চলে গেছেন। তবে ১ জনের অবস্থা একটু জটিল হওয়ায় তাকে আই সি ইউ তে রেখে চিকিৎসা করা হচ্ছে। বর্তমানে তার অবস্থাও ভাল রয়েছে। হাসপাতালে এর জন্য যে ঔষধ প্রয়োজন তা মজুত রয়েছে। প্রয়োজনীয় ঔষধের যোগান ও অব্যাহত রাখা হচ্ছে। বিশেষ ব্যবস্থা হিসেবে রোগীদের মশারীর ভেতরে রাখা হয়েছে। ডেংগু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা বিগত দিন গুলোর তুলনায় এদিন অনেকটা কম রয়েছে বলে জানান জি বি হাসপাতাল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী। এই সাংবাদিক সম্মেলনে এদিন ডেঙ্গু সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো হয়। এ সম্পর্কে জনগণকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনে হাসপাতালের চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্যও বলা হয়। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি এম এস ডাঃ কনক চৌধুরী, প্রফেসর ডাঃ তপন মজুমদার প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য