সিপাহীজলা জেলার আওতাধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৭ ফেব্রুয়ারি গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । এদিন টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন উজান পাথালিয়া উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে নিদান পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট নয়জন মা ও শিশু অংশগ্রহণ করেন । উক্ত অনুষ্ঠানে এমপিডব্লিও নির্মল দেববর্মা , শর্মিলা দেববর্মা ও অঙ্গনওয়াড়িকর্মী উপস্থিত ছিলেন । তাছাড়া এদিন জম্পুইজলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন পূর্ব টাকারজলা উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে উজান নিমাই পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে মোট ১২ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । তাতে এমপিডব্লিও চিন্টু দেববর্মা ও অঙ্গনওয়াড়িকর্মী উপস্থিত ছিলেন । 8 ত্রিপুরা সরকার তথ্য ও সংস্কৃতি অধিকার *** এছাড়াও এদিন জম্পুইজলা উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে সোনামণি পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ১৬ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । তাতে এমপিডব্লিও চন্দ্রকান্ত জমাতিয়া ও আশাকর্মী ফুলকুমারী দেববর্মা উপস্থিত ছিলেন । সবগুলি অনুষ্ঠানেই স্বাস্থ্যকর্মীরা শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের ও শিশুদের যত্ন নেওয়া , অসংক্রামক রোগ , ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ থেকে রক্ষা পাবার উপায় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন ও পরামর্শ প্রদান করেন । পরিশেষে সবগুলি অনুষ্ঠানেই পুষ্টিকর আহার প্রদান করা হয় ।