শুরু হয়ে গেল আগরতলা প্রেসক্লাব আয়োজিত কর্মরত সাংবাদিকদের এ বছরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আজ প্রথমদিন অনুষ্ঠিত হলো লুডো প্রতিযোগিতা। আগরতলা প্রেসক্লাবে লুডো প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য দলের তারকা মহিলা ক্রিকেটার মৌচৈতি দেবনাথ। আগরতলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তথা স্পোর্টস কমিটির কনভেনার দেবব্রত চক্রবর্তী ও মৌচৈতি দেবনাথ প্রতীকী লুডো খেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লুডো প্রতিযোগিতায় এদিন ১৮ জন কর্মরত সাংবাদিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ক্ষেত্রে মহিলাদের যোগদানও ছিল উল্লেখযোগ্য। লুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ানের খেতাব অর্জন করেছেন সন্তোষ গোপ এবং রানার্স সিষান চক্রবর্তী। তৃতীয় স্থান অর্জন করেছেন চিন্টু রায় দেববর্মা। সুষ্ঠুভাবে লুডো প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় পেশাগত দায়িত্ব পালনে বহি:রাজ্যে থাকা আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এদিন প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ