Thursday, February 6, 2025
বাড়িখবররাজ্যতুলাশিম্বর ব্লকে ১০০ শতাংশ কোভিড- ১৯ টিকাকরণের লক্ষ্যে আলোচনা সভা

তুলাশিম্বর ব্লকে ১০০ শতাংশ কোভিড- ১৯ টিকাকরণের লক্ষ্যে আলোচনা সভা

খোয়াই জেলার অধীন তুলাশিখর ব্লকে ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে , স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় গত ১৬ ফেব্রুয়ারি ১০০ শতাংশ কোভিড -১৯ টিকাকরণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয় । তাতে তুলাশিখর ব্লকের অ্যাডিশন্যাল বিডিও বিশা দেববর্মা , তুলাশিখর ব্লকের অধীন হেমন্ত দেববর্মা স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমপিএস সুব্রত আচার্য ও তাংক্রাক তিপ্রাসা , বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্র এলাকার এমপিডব্লিও , বিভিন্ন এডিসি ভিলেজ এলাকার পঞ্চায়েত সচিব সহ ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েসন এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উক্ত সভায় ১০০ শতাংশ কোভিড -১৯ টিকাকরণ সফল করার লক্ষ্যে এলাকায় নানা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করার জন্য আলোচনা করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য