খোয়াই জেলার কল্যাণপুর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন দক্ষিণ দুর্গাপুর উপস্বাস্থ্যকেন্দ্রের রতিয়া কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৭ ফেব্রুয়ারি গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । তাতে উক্ত এলাকার মোট ৩২ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । উক্ত অনুষ্ঠানে এমপিডব্লিও সুমন নাথ আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করা , শিশুদের নিয়মিত টিকাকরণ করা , গর্ভবতী মহিলাদের পর্যাপ্ত খাবার গ্রহণ ও বিশ্রাম করা এবং নবজাতক শিশুদের ছয়মাস শুধুমাত্র বুকের দুধ পান করানো , টিবিরোগ , কুণ্ঠরোগ , ম্যালেরিয়া , ডায়ারিয়া এবং করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়িকর্মী অর্চনা দাস ও আশাকর্মী । এদিকে আমপুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত রসরাজনগর উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে দেবচন্দ্র পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও এদিন গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে এলাকার মোট ১৭ জন মা ও শিশু অংশগ্রহণ করেন । উক্ত অনুষ্ঠানে বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার , গর্ভবতী মায়েদের প্রাক্ প্রসবকালীন চারটি এএনসি চেকআপ করা , বয়স্কদের নিয়মিত ব্লাড প্রেসার ও সুগার পরীক্ষা করা , আয়োডিনের ঘাটতিজনিত বিভিন্ন রোগ প্রতিরোধের উপায় ও কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধ নিয়ে আলোচনা করেন কমিউনিটি হেলথ অফিসার প্রসেনজিৎ দেবনাথ । তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়িকর্মী ও আশাকর্মী । দুটি অনুষ্ঠানেই উপস্থিত সকলকে পুষ্টিকর আহার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।