কৃষকদের হাতের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে : কৃষিমন্ত্রী বিলোনীয়ার সাড়াসীমাস্থিত বিবেকানন্দ কলোনীতে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার প্রধান সার গোদাম ও বীজাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় । সার গোদাম ও বীজাগারের উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন , রাজ্যের কৃষকদের হাতের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে । এরফলে কৃষকদের উৎপাদন খরচ অনেকটাই কমছে । বিলোনীয়ায় সার গোদাম ও বীজাগারের উদ্বোধনের ফলে এই অঞ্চলের কৃষকদের এখন থেকে সারের জন্য আর গোমতী জেলার উপর নির্ভর করতে হবে না । তাছাড়া কৃষকদের উৎপাদিত ধান যাতে নষ্ট না হয় সে বিষয়ে সরকারের নজর রয়েছে । কৃষকগণ তাদের ধান বীজাগারে রাখতে পারবেন । কৃষিমন্ত্রী বলেন , পিএম কিষাণ ও ফসল বীমা যোজনার ফলে কৃষকদের ফসল উৎপাদনের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে । অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন , কৃষকরা এখন ন্যূনতম সহায়কমূল্যে ধান বিক্রয় করে লাভবান হচ্ছেন । বর্তমান সরকার কৃষিক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েছে । তিনি আশা প্রকাশ করেন এই সার গোদাম ও কমপ্লেক্স কৃষকদের সার্বিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । এই কমপ্লেক্সে রয়েছে ৩ হাজার মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন সার গুদাম । ব্যয় হয়েছে ২ কোটি ৮১ লক্ষ টাকা । ১ হাজার মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন ধানের গোদাম তৈরি করতে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা । ২০০ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন বীজাগার তৈরিতে ব্যয় হয়েছে ১৯ লক্ষ ৮৮ হাজার টাকা এবং বীজ প্রক্রিয়াকরণ প্রকল্পে ব্যয় হয়েছে ৭ লক্ষ ৫৭ হাজার টাকা । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত , সহকারি সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস , বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ , কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ ।