ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন ইন্দিরা কলোনিতে গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি পরিদর্শন করেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন । উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী মায়েদেরকে ওজন পরিমাপ সহ রক্তচাপ পরীক্ষা করেন এবং গর্ভবতী মায়েদের পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করার জন্য আহ্বান জানান । পাশাপাশি গর্ভবতী মায়েদের হাসপাতালে কমপক্ষে চারটি এএনসি পরীক্ষা করানো ও হাসপাতালে প্রসব সুনিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেন । এই কর্মসূচিতে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আশা ফেসিলিটেটর কাবেরী দাস ও আশাকর্মী পূর্ণিমা দাস অংশগ্রহণ করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।