জিরানীয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে গত ১২ ফেব্রুয়ারি একদিনের এক প্রাথমিক ক্যান্সার সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় । তাতে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক গণ উপস্থিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন । উক্ত শিবিরে মোট ২০৮ জন রোগীর ক্যান্সার স্ক্রিনিং করা হয় । এর মধ্যে পুরানো ক্যান্সার রোগী ছিলেন সাত জন এবং সাত জনকে সন্দেহজনক ক্যান্সার আক্রান্ত হিসাবে সনাক্ত করেন । তাঁদেরকে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে যোগাযোগ করার জন্য বলা হয় । উক্ত শিবিরে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ গৌতম মজুমদার , গাইনোকোলজিস্ট ডাঃ অতনু সরকার , পেডিয়াট্রিক অস্কোলজিস্ট ডাঃ দীপঙ্কর দে , ইএনটি স্পেসালিস্ট ডাঃ রাকেশ ত্রিপুরা এবং জেনারেল সার্জন সুমন দাস উপস্থিত ছিলেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।