ধলাই জেলার লালছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন লবণছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বঙ্গাফা পাড়া ক্রু প্রবাসী হামবাই পাড়ায় গত ১৪ ফেব্রুয়ারি এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ৬৫ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । তাতে উপস্থিত সকলকে ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য আরডিকিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয় । কারোর শরীরে ম্যালেরিয়ার প্যারাসাইট পাওয়া যায়নি । এই শিবিরে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সকলকে ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ সংক্রমণ থেকে রক্ষা পাবার উপায় নিয়ে পরামর্শ প্রদান করেন । উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার মৌসুমী দেবনাথ এমপিডব্লিও চন্ডী দাস ত্রিপুরা , বিকাশ দেববর্মা ও আশাকর্মীরা উপস্থিত ছিলেন । তাছাড়া গত ১৫ ফেব্রুয়ারি উক্ত স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন লবণছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বিজয় মাস্টার পাড়া ও লালকুম পাড়ায়ও অনুরূপ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ৬৮ জন অংশগ্রহণ করেন । তাতে জ্বরের রোগী ছিল নয় জন । তাঁদেরকে ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য আরডিকিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয় । তাতে চার জনের দেহে ম্যালেরিয়ার প্যারাসাইট পাওয়া যায় । স্বাস্থ্যকর্মীরা তাঁদেরকেও ম্যালেরিয়ার ঔষধ দিয়ে খাবার নিয়মাবলী বুঝিয়ে বলা হয়।পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।