Friday, September 20, 2024
বাড়িখবররাজ্যলবণছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন বিভিন্ন পাড়ায় স্বাস্থ্য শিবির

লবণছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন বিভিন্ন পাড়ায় স্বাস্থ্য শিবির

ধলাই জেলার লালছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন লবণছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বঙ্গাফা পাড়া ক্রু প্রবাসী হামবাই পাড়ায় গত ১৪ ফেব্রুয়ারি এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ৬৫ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় । তাতে উপস্থিত সকলকে ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য আরডিকিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয় । কারোর শরীরে ম্যালেরিয়ার প্যারাসাইট পাওয়া যায়নি । এই শিবিরে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সকলকে ডেঙ্গু , ম্যালেরিয়া ও কোভিড -১৯ সংক্রমণ থেকে রক্ষা পাবার উপায় নিয়ে পরামর্শ প্রদান করেন । উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার মৌসুমী দেবনাথ এমপিডব্লিও চন্ডী দাস ত্রিপুরা , বিকাশ দেববর্মা ও আশাকর্মীরা উপস্থিত ছিলেন । তাছাড়া গত ১৫ ফেব্রুয়ারি উক্ত স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন লবণছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বিজয় মাস্টার পাড়া ও লালকুম পাড়ায়ও অনুরূপ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । উক্ত শিবিরে মোট ৬৮ জন অংশগ্রহণ করেন । তাতে জ্বরের রোগী ছিল নয় জন । তাঁদেরকে ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য আরডিকিট দ্বারা রক্তের নমুনা পরীক্ষা করা হয় । তাতে চার জনের দেহে ম্যালেরিয়ার প্যারাসাইট পাওয়া যায় । স্বাস্থ্যকর্মীরা তাঁদেরকেও ম্যালেরিয়ার ঔষধ দিয়ে খাবার নিয়মাবলী বুঝিয়ে বলা হয়।পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য