পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল জিরানীয়া মহকুমা শাসকের কনফারেন্স হলে মহকুমা ভিত্তিক তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি বিষয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় । এই কর্মসূচিতে তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির পশ্চিম ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট অম্লান দেব তামাক সেবনের ক্ষতিকারক দিক এবং এর থেকে মানব শরীরে যে সমস্ত রোগ বিস্তার হয় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন । তাছাড়া তামাক নিয়ন্ত্রণে কোটপা আইন , ২০০৩ সম্পর্কে সকলকে অবগত করেন । এই প্রশিক্ষণ শিবিরে প্রোগ্রাম অফিসার ডা . ভাস্কর রায় বিশ্বাস , পশ্চিম ত্রিপুরা জেলার ডিইও অমিতাভ রুদ্রপাল , জিরানীয়া মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য , ডিসি গৌরবিন্দ দাস , ডিসি শান্তনু দত্ত , ডিসি পরিতোষ দেববর্মা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন । আলোচনায় অংশগ্রহণ করে মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য তামাক জাতীয় পদার্থ সেবন থেকে যুবসমাজকে দূরে রাখতে সবার প্রতি আহ্বান জানান ।