Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যদ্রুতগামী বাইক ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাগর...

দ্রুতগামী বাইক ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাগর সিং নামে ১৮ বছরের এক যুবক, ঘটনা আশ্রম চৌমুহনী এলাকায়

রাজধানী আগরতলা শহরের প্রতিটি রাস্তার মোড়েই রয়েছে আরক্ষা কর্মীসহ ট্রাফিক কর্মী। এছাড়াও রয়েছে বৈদ্যুতিক সিগন্যাল ব্যবস্থা। এতসব আয়োজন সত্তেও শহর আগরতলায় দুর্ঘটনা থেমে নেই। প্রায় প্রতিদিনই শহরের কোন না কোন এলাকায় গঠছে একাধিক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় হতাহতের শিকার হচ্ছেন চালকসহ একাংশ সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে এমনই এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক যুবক। ঘটনা পূর্ব থানার অন্তর্গত আশ্রম চৌমুহনী এলাকায়। জানা যায় দ্রুতগামী বাইক ও চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সাগর সিং নামে ১৮ বছরের এক যুবক। আহত যুবক আড়ালিয়া নিজ বাড়ি থেকে বাইক নিয়ে দ্রুত গতিতে আশ্রম চৌমুহনী এলাকায় আসতেই একটি চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাগর সিং নামে এই বাইক চালক। এই দুর্ঘটনার কিছুক্ষণ আগে দ্রুতগামী বাইকটি অপর একটি অটো গাড়িকেও ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় সাগর-সিংকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাগর। এদিকে দুর্ঘটনায় চার চাকার গাড়িটি ও বাইকের ব্যাপক ক্ষতি হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা গ্রস্ত বাইক ও গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য