Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যপুর নিগমের সাউথ জোনের অন্তর্গত ৭টি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখলেন ডেপুটি...

পুর নিগমের সাউথ জোনের অন্তর্গত ৭টি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত

আগরতলা পৌর নিগমের সাউথ জোনের অন্তর্গত সাতটি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্ম গুলি ঘুরে দেখলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সাথে ছিলেন সাউথ জনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মেয়র পারিষদ ,বাপি দাস ,কর্পোরেটর প্রসেনজিৎ লোধ সহ অন্যান্যরা ।এদিন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান ,জরুরী ভিত্তিতে যে কাজগুলি আগে করা দরকার সেই কাজগুলি আগে করা হবে ।এদিন আগরতলা পৌরনিগমের ৪১, ৪২, ৪৮ ,২৬ ২৭,২৮ এবং ৩০ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ গুলি ঘুরে দেখেন তিনি। এদিন সংবাদ মাধ্যমকে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান , কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে পিএমওয়াই সেই প্রকল্পরের অধীন তপশিলি জাতিদের ইনফাস্ট্রাক্চার ডেভেলপমেন্ট , স্কিল ডেভেলপমেন্ট , ইনকাম জেনারেশনের ২৩-২৪ এর এখন প্ল্যান জমা দিতে হবে তার আগে পুরো নিগমের উদ্যোগে কোন কোন জায়গায় কি কি উন্নয়ন করা যায় সে বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য এই পরিদর্শন বলে এবং পরিদর্শনকালে আগরতলা পুর নিগমের ৪৩ নং ওয়ার্ডের ঋষিদাস পাড়ায় একটি ১০ কানি জায়গা পরিত্যাক্তভাবে পরে রয়েছে বিগত ২৫ বছরে কোন ধরণের উন্নয়নমূলক চিন্তাধারা করা হয়নি এই জায়গাটিকে কেন্দ্র করে তাই বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর এই জায়গায় এই এলাকার বসবাসকারী লোকেরা যেন স্বচ্ছ পরিবেশে বসবাস করতে পারে সেদিকে লক্ষ্য রেখে একটি আবাসন বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য