Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের জনজাতিদের ভাষা ককবরককে রোমান হরফে লেখা স্বীকৃতি দেওয়ার দাবীতে রাজ্যপাল সত্যদেও...

রাজ্যের জনজাতিদের ভাষা ককবরককে রোমান হরফে লেখা স্বীকৃতি দেওয়ার দাবীতে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য’র কাছে ডেপুটেশন প্রদান তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন (টি এস এফ) এর

ত্রিপুরা রাজ্যের জনজাতিদের ভাষা ককবরককে রোমান হরফে লেখা স্বীকৃতি দেওয়ার দাবীতে আন্দোলন অব্যাহত রয়েছে। এই দাবীতে বুধবার(২১ জুন) আবার ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য্য’র কাছে ডেপুটেশন দিল তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন (টি এস এফ)। এদিন দুপুরে রাজধানীর সংগঠনের সদস্যরা রাধানগর রাধানগর এলাকায় এসে জড়ো হয় এবং সেখান থেকে এক মিছিল নিয়ে বের হয়ে ভিআইপি রোড ধরে রাজভবনে যাওয়ার পথে পুলিশ তাদেরকে কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির সামনে রাস্তায় আটকে দেয়। তখন তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এই সময় বিক্ষোভের জায়গায় দাঁড়িয়ে টি এস এফ’র সভাপতি সম্রাট দেববর্মা, সাংবাদিকদের জানান এর আগেও তারা রোমান হরফে ককবরক লেখার দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন সহ বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি করেছিলেন। এই দাবির প্রেক্ষিতে এদিনও তারা ডেপুটেশন দিচ্ছেন রাজ্যপালের কাছে। যতদিন না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এদিনের এই কর্মসূচিতে সংগঠনের প্রচুর সদস্য-সদস্যরা উপস্থিত হয়েছিল। রাজধানীর বিভিন্ন কলেজের টি এস এফ সমর্থিত ছাত্রছাত্রীরা এতে যোগ দিয়েছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য