কেন্দ্র ও রাজ্য সরকার তপশিলি জাতি অংশের মানুষের কল্যাণে ঘোষণা করে এক নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমেই তপশিলি সম্প্রদায়ের জনগণের আর্থিক সামাজিক মান উন্নয়ন করা হবে। তাই প্রকল্প বাস্তবায়নের আগে তপশিলি জাতি সম্প্রদায় অংশের মানুষের সার্বিক দিক খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়রের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। বুধবার পৌর নিগমের অন্তর্গত তপশিলি অধ্যুষিত বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শন কালে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা যেমন খতিয়ে দেখেন, তেমনি এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রকল্পকে কাজে লাগিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা সরোজমিনে পরিদর্শন করেন। ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ, বাপি দাস, কর্পোরেটর তপন লোধ সহ আরো বিশিষ্টজনেরা। নিগমের অন্তর্গত বেশ কয়েকটি তপশিলি জাতি অধ্যুষিত এলাকা পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা এদিন কথা বলেন স্থানীয়দের সাথেও।



