Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যঅঙ্গনওয়াড়ি কর্মীরা ৬০ বছর পর অবসরে গেলে তাদের সামাজিক ভাতা ২০০০ টাকা...

অঙ্গনওয়াড়ি কর্মীরা ৬০ বছর পর অবসরে গেলে তাদের সামাজিক ভাতা ২০০০ টাকা করার আহবান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যেও চলছে বিজেপির উদ্যোগে নানা কর্মসূচি। দলের সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী চলতি কর্মকাণ্ড চলবে আগামী ৩০ পর্যন্ত জুন। রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও নিজের নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিধানসভা ভিত্তিক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে সংঘটিত করে চলেছেন কর্মী সম্মেলন। আর এই সম্মেলনে উপস্থিত থেকে তিনি তুলে ধরছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের গত নয় বছরে বাস্তবায়িত জনকল্যাণমুখী প্রকল্পের চিত্র। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল বুধবার রামনগর বিধানসভা কেন্দ্র এলাকায়। এদিন বিজেপি রামনগর মন্ডলের উদ্যোগে দুর্গা চৌমুনী বিপনী বিতানে অনুষ্ঠিত হয় বিধানসভা কেন্দ্র এলাকার অন্তর্গত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন। আর এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত, প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেবরায়, কর্পোরেটর তুষার ভট্টাচার্য প্রমুখ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সমাজের জন্য কাজ করে চলেছেন। কোভিডের সময় তারা নিষ্ঠার সাথে কাজ করেছেন বলেই মানুষ অনেকটা সুবিধা পেয়েছেন। ভ্যাকসিন যখন শুরু হয়েছিল তখন তারা নিজেদের ও পরিবারের কথা চিন্তা না করে প্রত্যেকে যাতে ভ্যাকসিন দেওয়া যায় তার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। দেশের ২২০ কোটি মানুষ ভ্যাকসিন পাওয়ার জন্য সমস্ত কৃতিত্ব তাদের। করোণা উত্তরণের ইতিহাস যদি কোনদিন লেখা হয়, তাহলে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিন তিনি নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহ্বান রাখেন, এই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ৬০ বছর পর যখন অবসরে যাবেন, তখন তাদের দুই হাজার টাকা সামাজিক ভাতার ব্যবস্থা করতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য