হরিয়ানার ফরিদাবাদে আন্তর্জাতিক যোগা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ত্রিপুরার রাজ্য সভার সাংসদ তথা হরিয়ানার বিজেপি রাজ্য প্রভারি বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিপ্লব কুমার দেব আর সবার সাথে যোগ ব্যায়াম অনুশীলণ করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন তিনি বলেন, যোগার প্রচলন ভারতের বহু প্রাচীনকাল থেকে ছিল। ভারতের মুনি-ঋষিরা যোগ বিদ্যায় পারদর্শী ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার নতুন করে যোগাকে বিশ্ববাসীর কাছে উপস্থাপনা করেছেন। কিভাবে যোগার মাধ্যমে জীবনশৈলীকে নিয়ন্ত্রিত করে এগিয়ে যাওয়া যায় সেই রাস্তা দেখিয়েছেন প্রধানমন্ত্রী। তাই ভারতবাসী হিসেবে আমি গর্বিত। বিপ্লব কুমার দেব বলেন, আজকের দিনে গোটা পৃথিবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে যোগা শিখতে চায়। যোগা সারা বিশ্ববাসীর কাছে উপহারস্বরূপ পেশ করেছেন প্রধানমন্ত্রী। যোগা শরীরকে নীরোগ রাখে। সবাই যদি নির্দিষ্ট সময়ে এই যোগাভ্যাস করেন তবে স্বাভাবিক ভাবেই সুন্দর শরীর এবং মনের অধিকারী হবেন তারা। বিপ্লব কুমার দেব বলেন, ভারতবর্ষের সভ্যতা বহু পুরনো। কারণ এই দেশের লোক সনাতন ধর্মে বিশ্বাস করেন। তাই ভারতবাসী হিসেবে প্রত্যেকের গর্ববোধ করা উচিত। কারণ ভারতের কৃষ্টি ও সংস্কৃতি সবথেকে পুরনো বলে সুবিদিত। আমরা আমাদের গোত্রকে মুনি-ঋষিদের সাথে জুড়ে রেখেছি।তাই আমরা আধ্যাত্বিক দেশের নাগরিক। এটাই আমাদের বংশ পরিচয় এবং এটাই আমাদের গৌরব।



