সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আগরতলা পৌরনিগমের বিভিন্ন এলাকায় চলছে এখন নানা উন্নয়নমূলক কর্মযজ্ঞ। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ থেকে শুরু করে শহরের বাজার গুলিও ক্রেতা ব্যবসায়ীদের স্বার্থে উন্নয়নে তৎপর পৌর নিগম। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার রথযাত্রার পূণ্য তিথিতে শহরের এমবি টিলা বাজারে। এই বাজারের ক্রেতা বিক্রেতাদের স্বার্থে বাজারটিকে সর্ব সুবিধা যুক্ত দ্বিতল বাজারে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয় পৌরনিগম। গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নির্মাণ কাজের জন্য ব্যয় বরাদ্দ করা হয় দেড় কোটি টাকা। মঙ্গলবার চন্ডী পূজার মধ্য দিয়ে শুরু হল অত্যাধুনিক বাজার নির্মাণের কাজ। ধর্মীয় রীতিনীতি মেনে আয়োজিত ভূমি পূজায় এদিন উপস্থিত ছিলেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, তুষার কান্তি ভট্টাচার্য ও অলক রায়। প্রসঙ্গত উল্লেখ্য যে বিজেপি পরিচালিত পৌরনিগম গঠিত হবার পর মেয়র দীপক মজুমদার রুটিন মাফিক পরিদর্শনে নেমে এই এম বি টিলা বাজারটি ঘুরে দেখেন। তখন তিনি বাজারের ক্রেতা বিক্রেতাদের আশ্বাস দিয়েছিলেন সরকারি উদ্যোগে এই বাজারটিকে সর্ব সুবিধা যুক্তি দ্বিতল বাজারে রূপান্তরিত করা হবে। মেয়রের দেওয়া প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। চণ্ডী পূজার মধ্য দিয়ে নির্মাণ কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বাজারের ক্রেতা বিক্রেতারা।



