তেলিয়ামুড়া প্রতিনিধি :-
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছর উপলক্ষে সোমবার বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের অধীন কুইশার টিলা অঙ্গনওয়াড়ি সেন্টারে লাভার্থী’দের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল সূত্রধর সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিতে লাভার্থী’দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সবার উদ্দেশ্যে বিধায়িকা কল্যাণী সাহা রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের বিভিন্ন উন্নয়নের চিত্রগুলি তুলে ধরেন।
তিনি বলেন,,,, কংগ্রেস মানেই দুর্নীতির আতুঁর ঘর। সেটা মূলত এদেশের প্রতিটি নাগরিক জানেন। কিন্তু দেশের মানুষজনরা সেবা সুশাসন চায়। তাই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশে সেবা ও সুশাসন দিয়েছে । এর জন্য মানুষজন আগামী পাঁচ বছরে জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার পুনরায় প্রত্যাবর্তন হোক এটাই চায় দেশের মানুষজনরা।।



