Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী...

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল অনুযায়ী মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষের

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় অতি সম্প্রতি। ঘোষিত ফলাফল অনুযায়ী যারা কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছে সেই মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করছেন এখন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ। সোমবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার ধলেশ্বরস্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এবছর স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে ১০৪ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে সাফল্যের সাথে উত্তীর্ণ হয় ১০১ জন। এছাড়া দ্বাদশী ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৭ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়। পর্ষদ পরিচালিত পরীক্ষায় স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে স্বাভাবিকভাবে আপ্লুত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাই সফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের এদিন সংবর্ধনা প্রদান করল স্কুল কর্তৃপক্ষ। আর এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। এছাড়াও ছিলেন স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা সহ আরো বিশিষ্টজনেরা। পরীক্ষায় স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে খুশি অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি সফল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এদিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য