দেশের তিনটি রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয় জাতীয় স্কুল ক্রীড়ার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। জাতীয় স্তরের বিভিন্ন ইভেন্ট গুলিতে অংশ নেয় ত্রিপুরাও। প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্যের খেলোয়াড়রা বেশ কয়েকটি পদক ছিনিয়ে আনতে সক্ষম হয়। তাই পদক জয়ীদের উৎসাহিত করতে এবার মহাকরণে ডেকে নিয়ে সংবর্ধনা জানালেন রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায়। সোমবার বিকেলে মহাকরণে দপ্তরের অধিকর্তা ও সচিবকে সাথে নিয়ে মন্ত্রী টিঙ্কু রায় পদকজয়ী খেলোয়াড়দের হাতে পুষ্প স্তবক ও স্মারক উপহার তুলে দেন। পরে মহাকরনেই এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিক সম্মেলনে জাতীয় আসরে পদক জয়ী খেলোয়ারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যে খেলাধুলার অভূতপূর্ব উন্নতি হয়েছে। মাঝে করোনার কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি। এরপরেও বহু ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এই সময়ের মধ্যে। যার সুফল হল জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের ছেলেমেয়েদের সাফল্য। জাতীয় স্কুল ক্রীড়ার পাশাপাশি জনজাতি ক্রীড়া প্রতিযোগিতাতেও রাজ্যের খেলোয়াড়রা দারুন সাফল্য পেয়েছে। আর একের পর এক এই সাফল্য প্রমাণ করে যে ত্রিপুরাও খেলাধুলায় এগিয়ে চলেছে সামনের দিকে।



