রাজধানী আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকালে ময়দানে নামে ইকফাই ও সাই স্যাগ। দুই দলের ফুটবলাররায় জয়ের লক্ষ্যমাত্রা কে সামনে রেখে পরস্পরের বিরুদ্ধে ময়দানে নামে এদিন। প্রথম থেকেই উভয় দল এগিয়ে থাকার লক্ষ্যে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। গোল করার মত একাধিক সুযোগও তৈরি হয়। কিন্তু প্রথমার্ধে তো বটেই দ্বিতীয়ার্ধেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি উভয় দলের ফুটবলাররা। ফলে নির্ধারিত সময়ের লড়াই শেষ হয় গোলশূন্যভাবেই। যা চলতি এই টুর্নামেন্টে প্রথম অমীমাংসিত ম্যাচ। দিনের প্রথম ম্যাচ অমীমাংসিত থাকার সুবাদে পয়েন্ট ভাগ করে নিয়েই ময়দান ছাড়ল ইকফাই ও সাই স্যাগের ফুটবলাররা। দুই দলের ম্যাচটি এদিন পরিচালনা করেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী।



