কালবৈশাখীর ভারী বৃষ্টিতে আবারো জলমগ্ন হয়ে পড়ল শহর আগরতলা। রবিবার দুপুরে মাত্র ঘন্টাখানেকের বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তবে অবাক করার মত বিষয় হলো যে আগে কখনো দেখা যায়নি এমন বেশ কিছু জায়গাতেও এদিন জল জমে যায়। ব্যস্ততম সড়ক পথ গুলিতে জল জমে যাওয়ার ফলে ব্যাহত হয়ে যান চলাচল। মাত্র অল্প সময়ের বৃষ্টিতে এভাবে জল জমে যাওয়ায় স্বাভাবিকভাবেই শহরকে জলমগ্ন থেকে রক্ষা করার যে প্রচেষ্টা চলছে , তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন শহরবাসী। যদিও জলমগ্ন অবস্থা বেশিক্ষণ স্থায়ী ছিল না। পৌর নিগম ও রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে উঠে পরিস্থিতি। তবে এদিনের বৃষ্টিতে একাংশ এলাকায় গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমনটাই দেখা গেল রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ন পার্কটিতে। স্মার্ট সিটি প্রকল্পে সম্প্রতি এই পার্কটি কে নতুন করে সাজিয়ে তোলা হয়েছিল। রবিবার দুপুরের ভারী বৃষ্টিতে পার্কে থাকা বিশাল আকার গাছ ভেঙে পড়ে। এতে করে পার্কের নবনির্মিত বাউন্ডারি ওয়াল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুধু তাই নয়, পার্ক সংলগ্ন আগরতলা প্রেসক্লাবের ক্যান্টিনও আংশিক ক্ষতির শিকার। যদিও এই ঘটনায় আহত হবার কোন খবর নেই। একদিকে ভারী বৃষ্টিতে শহর আগরতলা জলমগ্ন হয়ে পড়া, তো অন্যদিকে গাছ ভেঙে ক্ষয়ক্ষতি হলেও, স্বস্তির বিষয় যে প্রাকৃতিক এই দুর্যোগে আহত হবার কোন খবর নেই।



