১৪ই জুন বিশ্ব বিপ্লবী চে গুয়েভারার জন্মদিন। এবছর তার ৯৫ তম জন্ম দিবস। প্রতিবছরই বামপন্থীরা এই বিপ্লবীর জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। বিগত বছরের মত বুধবার বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ, এস এফ আই ও টি এস ইউর যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে। সকালে আয়োজিত এই অনুষ্ঠানে চে গুয়েভারার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান চার ছাত্র যুব সংগঠনের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। এতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ আরো অনেকে। চে গুয়েভারার প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন যুবনেতা নবারুণ দেব বলেন, অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন চে গুয়েভারা। যা সবচেয়ে বেশি অনুপ্রেরণা। মুক্তির জন্য কিভাবে লড়াই করতে হয় তা তিনি গোটা পৃথিবীর মানুষকে দেখিয়েছিলেন। আজকের দিনে গোটা দেশের যে অবস্থা তা থেকে উত্তরণের জন্য চে গুয়েভারা একজন অন্যতম আদর্শ।