টেক্স ডিডাকশানের উপর রিফ্রেসার ট্রেনিং বুধবার আগরতলায় টাউন হলে অনুষ্ঠিত হয়।এই রিফ্রেসার ট্রেনিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রনজিত সিংহ রায়। বুধবার এই রিফ্রেসার ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করে মন্ত্রী প্রনজিত সিংহ রায় বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ যেমন করেন তেমনি রাজ্য তথা দেশের উন্নয়নে এই করের এবং এর সাথে যারা উতপ্রোত ভাবে জড়িত তাদের প্রসঙ্গ উল্লেখ করে এই ক্ষেত্রে তাদের গুরুত্ব তুলে ধরেন। তার আলোচনায় এদিন চলে আসে রাজ্য বাজেটের ও জি এস টি’র প্রসঙ্গ। সময়ের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সময়ের কাজ সময়ে করার উপরও এদিন গুরুত্ব আরোপ করেন তিনি। এদিন মন্ত্রী তার বক্তব্যে বলেন সমস্ত দফতরের ডি ডি ও দের মাধ্যমে কিছু কিছু নির্ধারিত কর কর্তন করা হয়। এটা মোটামুটি কম বেশি সবারই জানা। ২০১৭ সালের ১লা জুলাই থেকে জি এস টি চালু হবার পরে স্বাভাবিকভাবেই রাজ্যে ট্যাক্স ডিডাকশানের ক্ষেত্রে পূর্বতন যে পদ্ধতি ছিল তার একটা আমুল পরিবর্তন হয়েছে। ফলে অনেক ব্যবস্থাপনা নতুন ভাবে এসেছে। এদিন তিনি বলেন এই নতুন নতুন ব্যবস্থাপনা যদি রপ্ত না করা যায় তবে ট্যাক্স ডিডাকশানের ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে। মন্ত্রী বলেন ট্যাক্স ডিডাকশান করা এবং জি এস টি সম্পর্কে আপ টু ডেট থাকা মানে হল শাসন ব্যবস্থায় মানুষের জন্য কিছু করার মানসিকতা যা এগুলির উপর নির্ভর করে এবং সময়ে পাওয়া এই ক্ষেত্রে অর্থ একটি বিরাট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এ ক্ষেত্রে আরেকটি বিষয়ের উপর এদিন তিনি জোর দেন তা হল সঠিক ভাবে তা নির্ণয় করা। বলেন সঠিক ভাবে যদি তা নির্ণয় করা না পারা যায় তবে সরকারি সমস্যা যেমন থাকবে তেমনি কর দ্বাতাদের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়। তা সঠিক ভাবে করতে হলে আগে নিজেকে সঠিক ভাবে পারদর্শী করার উপরও এদিন গুরুত্ব আরোপ করেন তিনি। সেই নিরিখে এই ধরনের সেমিনারের আয়োজন রাজ্যের প্রত্যেকটি জেলায় আয়োজন করা হবে বলেও এদিন জানান তিনি।