আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয় নিগমের কর্পোরেটরদের নিয়ে গুরুত্বপূর্ণ মাসিক বৈঠক। মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে নিগমের প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটর সহ উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাসগুপ্ত, জোনাল চেয়ারম্যানরাসহ নিগমের দায়িত্বপ্রাপ্ত কমিশনার। কাউন্সিল বৈঠকে বিগত সভার গৃহীত সিদ্ধান্ত গুলির বাস্তবায়নের উপর পর্যালোচনা সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, সামাজিক ভাতা, শহরকে যানজট মুক্ত রাখতে নৌ পার্কিং, বাজারগুলিতে সার্ভে করা সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দীর্ঘ আলোচনার শেষে শহরকে আরো কিভাবে সুন্দর করা যায় এবং শহরবাসীকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়। এমনটাই জানিয়ে এদিন মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরকে যানজট মুক্ত এবং দুর্ঘটনা প্রতিরোধ করতে আগামী ২৫ শে জুন থেকে বিশেষ অভিযানে নামবে নিগম। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে স্ট্রেট ব্যান্ডারদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেবে নিগম।