সুপ্রিমকোর্টের নির্দেশে চাকরিচুত্য ত্রিপুরা রাজ্যের ১০,৩২৩ শিক্ষকদের চাকরি বৈধ বলে ঘোষণা দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এমনটাই দাবি চাকরিরচুত্য শিক্ষকদের এক অংশের। ত্রিপুরা হাইকোর্টের রায় মেনে তাদেরকে আবার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার আগরতলার অফিস লেন এলাকার শিক্ষা ভবনের সামনে এসে জড়ো হন। এখানে উপস্থিত এক চাকরিচুত্য শিক্ষক দাবি করেন ১০,৩২৩ থেকে ৪ জন বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে ইতিমধ্যে নিযুক্তি পেয়েছেন। তাই তারা ১০৩২৩ চাকুরীচুত্য শিক্ষক। গত ৩মে হাইকোর্টের সিঙ্গেল ব্যাঞ্চ এক রায় দিয়ে বলেছেন করোনা কালীন সময় তাদের যে টার্মিনেশন করা হয়েছিল সেটা অবৈধ। তাই তাদেরকে আবার চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবীতে শিক্ষা দপ্তরে তারা দাবিপত্র জমা করে।