বাপি লাহিড়ির সঙ্গে ছবি দিয়ে শোকবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি ট্যুইট বার্তায় বলেন , ‘বাপি লাহিড়ির সমস্তটা জুড়ে ছিল সঙ্গীত, নানা ধরনের আবেগকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্ম তাঁর কাজ মনে রাখবে। প্রাণবন্ত স্বভাবের জন্য তাঁর অভাব বোধ করবে। তাঁর মৃত্যুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান তিনি।