নেশার রমরমা ব্যাবসা চলছে আগরতলার প্রতাপগড় এলাকাজুড়ে যার কারনে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে, কিন্তু পূর্ব থানা পুলিশ প্রশাসনের ব্যর্থতার দরুন এলাকার বিধায়ক রেবতী দাস খুদ নেশা বিরোধী অভিযানে নামে এলাকায়। তার পরেও পূর্ব থানার পুলিশের ঘুম ভাঙ্গেনি। মঙ্গলবার উত্তর যোগেন্দ্রনগর সবুজ সামাজিক সংস্থার পক্ষ থেকে আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন প্রদান করা হয়।এই দিন ডেপুটেশন প্রদান কালে সবুজ সামাজিক সংস্থার সসম্পাদক বলেন নেশার রমরমা ব্যবসায়ের ফলে এলকার যুব সমাজ দিশেহারা এই নিয়ে থানা পুলিশকে জানিয়েও কোন ব্যবস্থা গ্রহণ করছে না, পুলিশ যদি প্রতিনিয়ত টহলদাড়ি জারি রাখেন তা হলে এই সব অবৈধ নেশার ব্যবসা বন্ধ হবে বলে জানান কিন্তু পূর্ব থানা পুলিশের কোনো হেলদোল নেই বলেও জানান তিনি।