রাজ্যে ফিরেই অসুস্থ মাকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী মানিক সাহা । মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে ছুটে যেতেই সমস্ত চিকিৎসকরা ছুটে আসেন মুখ্যমন্ত্রীর মাতৃদেবী সূর্যবালা সাহা গত দুদিন যাবত জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন তার মাতৃদেবীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছেন। মুখ্যমন্ত্রী কথা বলেন উনার মাতৃদেবীর সাথে। উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী মাতৃদেবীর অসুস্থতার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে গিয়েছিলেন মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, বড়দোয়ালীর মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিজেপির সদর জেলা সম্পাদক নারায়ন দত্ত, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, যুবমোর্চার প্রদেশ সহ সভাপতি ভিকি প্রসাদ, কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অনেকে। আজ মুখ্যমন্ত্রীর মাতৃদেবীর শারীরিক অবস্থার খোজখবর নিতে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন বিধায়ক তথ্য অবাম রাজনীতির দক্ষ সংগঠক সুবল ভৌমিক সহ অনেকে।