Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যমেয়র দীপক মজুমদারের সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের কুমিল্লা জেলার প্রতিনিধিরা সৌজন্যতা মূলক...

মেয়র দীপক মজুমদারের সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের কুমিল্লা জেলার প্রতিনিধিরা সৌজন্যতা মূলক সাক্ষাৎ করেন

মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের কুমিল্লা জেলার প্রতিনিধিরা সৌজন্যতা মূলক সাক্ষাৎ করেন। সাক্ষাতের মূল উদ্দেশ্য হলো আগরতলা শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে প্রতিনিধি দল অত্যন্ত আপ্লুত। তারা এই বিষয় নিয়ে মেয়র দীপক মজুমদারের সাথে কথা বলেন। নিগমের পক্ষ থেকে প্রতিনিধি দলকে এদিন মেয়র শুভেচ্ছা জানান। পরবর্তী সময়ে মেয়র দীপক মজুমদার জানান, কুমিল্লা কর্পোরেশন আগামী দিনে আগরতলা পুর নিগমের কাজকর্ম অনুসরণ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। এবং অচিরেই কুমিল্লা কর্পোরেশন এবং আগরতলা পুর নিগম আলোচনার টেবিলে বসবে। কুমিল্লা কর্পোরেশন এবং আগরতলা পুর নিগমের পক্ষ থেকে জনগণের জন্য কি ধরনের সুযোগ সুবিধা চালু করা যায় সেই বিষয়ে পরামর্শ গ্রহণ করবে। পাশাপাশি এদিন প্রতিনিধি পক্ষ থেকে দাবি জানানো হয়েছে ১৯৭১ সালে যুদ্ধের সময় দুই দেশের বীর সেনারা শহিদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে মর্মর মূর্তি স্থাপন করার দাবি উঠেছে। এ বিষয়ে মেয়র আশ্বস্ত করেছেন সরকারের সাথে আলোচনা করবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য