রাজ্যের জনগণের স্বার্থরক্ষায় সরকার নিয়ম ও নীতি প্রনয়ণ করে। এই নিয়ম ও নীতি সার্বিকভাবে মেনে চলা সকলের কর্তব্য। এক্ষেত্রে কোন অসুবিধা হলে সরকার ও দপ্তর তা দূর করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। আজ মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে প্রিপেইড অটো পরিষেবা পুনরায় চালু করে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। উল্লেখ্য, এই প্রিপেইড অটো পরিষেবা গত ৬ মাস ধরে বন্ধ ছিল। অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আরক্ষা, পরিবহণ, এয়ারপোর্ট অথরিটি সহ বিমানবন্দর এলাকার অটো চালক প্রতিনিধিদের নিয়ে গতকাল এই প্রিপেইড অটো পরিষেবা চালু করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আজ থেকেই এই পরিষেবা চালু করা হবে। আগামী দিনে এই পরিষেবা চালু রাখতে সদর্থক পদক্ষেপ নেওয়া হবে। এই পরিষেবা চালু রাখার ক্ষেত্রে অটো শ্রমিকদের যেকোন ধরণের সমস্যার সমাধানে সরকার ও দপ্তর আন্তরিকভাবে পাশে থাকবে। কিন্তু কোনভাবেই যাতে এই পরিষেবা বন্ধ না হয় তার জন্য পরিবহণ মন্ত্রী অটো শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, এখানে ২৮০ জন অটো চালক রয়েছেন। তাদের ব্যবহারের উপর বহিরাজ্য এবং বিদেশে রাজ্যের ভাবমূর্তি নির্ভর করে। পরিবহণ মন্ত্রী আশা প্রকাশ করেন গতকালের সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে অটো শ্রমিকরা সন্তুষ্ট হয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন আই জি পি (আইন ও শৃঙ্খলা) এল দার্লং, পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, এমবিবি এয়ারপোর্ট অথরিটি ডাইরেক্টর কে সি মিনা। পরে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ সকল অতিথিগণ প্রিপেইড অটো পরিষেবার কাউন্টারের দ্বারোদঘাটন করেন।