ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতের আঁধারে কোন এক সময় মোট চার(৪) টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। অপরদিকে শুক্রবার সকাল আনুমানিক ৯ টা নাগাদ তেলিয়ামুড়া খোয়াই সড়ক লাগুয়া ত্রিশাবাড়ি এলাকায় দুই(২)টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনা গুলি প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসী এবং অগ্নি নির্বাপক দপ্তরের তৎপরতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে বলা চলে পৃথক পৃথক দুই জায়গায় আগুন লেলিহান শিখা আরও বৃহৎ আকার ধারণ করতে পারতো বলে এলাকাবাসীদের ধারণা। তবে অগ্নিনির্বাপক দপ্তর ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুনের তেমন বিস্তার হয়নি। তবে পৃথক পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা রহস্যই রয়ে গেল।



