বৃহস্পতিবার গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হলো ভারতীয় জনতা পার্টির 44 তম প্রতিষ্ঠা দিবস। এদিনের অনুষ্ঠানে বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত কার্যকর্তা ও কর্মীরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে তিনি জানান উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের নেতৃত্বদের নিয়ে সম্প্রতি গৌহাটিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়। লোকসভায় উত্তর-পূর্বাঞ্চলের ২৫ টি আসন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বিজেপি সর্বভারতীয় সাংগঠনিক সাধারন সম্পাদক শিব প্রকাশ, বিজেপির সর্বভারতীয় প্রবক্তা সম্বিত পাত্রা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপির বুথ কমিটি স্বশক্তিকরনের বিষয়ে আলোচনা করা হয়েছে। যাতে করে উত্তর-পূর্বাঞ্চলের ২৫ টি আসনের মধ্যে ২৫ আসনে বিজেপি জয় লাভ করতে পারে।