প্রকল্প কর্মীদের বাজেট দাবীতে বিক্ষোভ কর্মসূচি সি আই টি ইউর
সামনে বিধানসভায় বাজেট অধিবেশন আর সেই অধিবেশনে যাতে প্রকল্প কর্মীদের বাজেট বরাদ্দ করা হয় তার জন্য রবিবার আগরতলার অফিস লেনস্থিত সি আই টি ইউ অফিস কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই দিনের প্রতিবাদ ও বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সি আই টি ইউর নারীনেত্রী পাঞ্চালি ভট্টাচার্য। প্রত্যেক বছর বাজেট আসলে পরে প্রকল্প কর্মীদের বাজেটে কাটছাঁট করা হয়, তাই এবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে প্রকল্প কর্মীদের বাজেট আরো কমানো হবে বলে গোপন সুএে তাদের কাছে খবর এসেছে, তাই প্রকল্প কর্মীদের বাজেট যেন আরো বাড়ানো হয় তার দাবি রাখেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন হরিয়ানা সরকার ৮ই জানুয়ারি তে আইসিডিএস কর্মীদের উপর নির্মম অত্যাচার করেছে। তারা তাদের দাবি নিয়ে আন্দোলনে নামলে পরে হরিয়ানা সরকার তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত নিয়েছে। বর্তমান সারাদেশে কোভিড পরিস্থিতির মধ্যে এই ধরনের ঘটনা খুবই মর্মান্তিক। তাই হরিয়ানা সরকার আইসিডিএস কর্মীদের উপর যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানান তিনি।রাজ্য সরকার প্রকল্প কর্মীদের বিষয়ে না ভাবলে করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান।



