বিধায়ক যাদব লাল নাথের বিধানসভায় অশ্লীল ভিডিও দেখার প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি প্রথমে জানান মেয়ের অসুস্থতার কারণে বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি, তারপরেও বিধানসভা অধিবেশনের দিকে নজর ছিল। বিধানসভা অধিবেশন শুরুতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বলেছিলেন যাতে বিধানসভায় গড়িমা রক্ষা করা হয় এবং শ্রীবৃদ্ধি যাতে করা যায়। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভায় এরকম একটি নোংরা কলঙ্কময় অধ্যায় যে রচিত হবে এটা কেউ কোনদিনও দুঃস্বপ্নেও ভাবে নি। কিন্তু ভাবতে অবাক লাগে এই ঘটনার পর এতদিন হয়ে গেলেও বিকৃত মস্তিষ্ক বিধায়কের নৈতিকতা বোধ নেই। তাছাড়া তিনি এদিন আরো বলেন একই পার্টির বিধায়ক দ্বারাই দেশের অন্যান্য রাজ্য এই ঘটনাগুলি ঘটছে। বিধানসভায় পবিত্রতা নষ্ট করে দিচ্ছেন তারা। ত্রিপুরা রাজ্যে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত বিধায়ক অপমানিত এবং কলঙ্কিত।